আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনি সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজায় অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মালদা পৌঁছে তিনি বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট নই। আমাদের হাতে কেসটা থাকলে ফাঁসির সাজা করিয়ে দিতে পারতাম।
এদিন মালদায় পৌঁছে মমতা বলেন, ‘ফাঁসি হলে মনকে শান্তনা দিতে পারতাম। আমাদের হাতে কেসটা থাকলে অনেকদিন আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতে পারতাম। আমাদের হাত থেকে কেসটা কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা না পারলে সিবিআইকে দিত। এই নরপিশাচদের বেঁচে থাকার অধিকার নেই। আমি এই রায়ে সন্তুষ্ট নই।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘সিবিআই কী ভাবে কেসটাকে সাজিয়েছে সেটা তো আমি বলতে পারব না। নথি না দেখে এব্যাপারে মন্তব্য করা উচিত নয়।’
আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবার সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অনির্বাণ দাস। সাজা ঘোষণার সময় তিনি বলেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম শ্রেণিতে পড়ে না। এই ঘটনায় যে ৩টি ধারায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ৩টি ধারাতেই তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। সঙ্গে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে।