টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে চলে গেলেন সহকারী প্রধান শিক্ষক। সিসিটিভি ক্যামেরার ছবি দেখে পুলিশ তাঁর বাড়িতে পৌঁছলে তাদের বিভ্রান্ত করার চেষ্টাও করলেন। পরে পুলিশি তল্লাশিতে সহকারী প্রধান শিক্ষকের বাড়ি থেকেই উদ্ধার হল ৯ লক্ষ টাকা ভর্তি ব্যাগ। এই ঘটনায় ওই সহকারী প্রধান শিক্ষক ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছে পুলিশ।
ঘটনা কোচবিহারের দিনহাটার। শহরের মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় একটি জায়গায় এক ব্যবসায়ী ৯ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ ফেলে চলে যান। মনে পড়লে ফিরে এসে দেখেন ব্যাগ সেখানে নেই। ব্যাগ উদ্ধারের কথা জানিয়ে কোনও ফোনও আসেনি তাঁর কাছে। এর পর তিনি যান দিনহাটা থানায়। সেখানে টাকাভর্তি ব্যাগ খোয়া যাওয়ার কথা জানান। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে পুলিশ দেখতে পায় জেলারই একটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অশোক রায় ব্যাগটি হাতে করে নিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন স্থানীয় আরেক ব্যবসায়ী।
এর পর অশোকবাবুকে থানায় ডেকে পাঠায় পুলিশ। থানায় জেরার মুখে ব্যাগ পাওয়ার কথা বেমালুম অস্বীকার করেন অশোকবাবু। কিন্তু লাগাতার জেরায় তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। তখন পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় টাকা ভর্তি ব্যাগ। এর পর তা ব্যবসায়ীর হাতে তুলে দেয় পুলিশ।
এর পরই অশোক রায় ও তাঁর সঙ্গী ব্যবসায়ীর বিরুদ্ধে চুরির ধারায় মামলা রুজু করে গ্রেফতার করে পুলিশ। যদিও ধৃত সহকারী প্রধান শিক্ষকের দাবি, তিনি ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্যই বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলেন। তাঁকে মিথ্যে চুরির মামলায় ফাঁসানো হয়েছে।