সরস্বতী পুজের ঠিক আগে পুজো বন্ধ করতে হুমকি দিয়ে একের পর এক স্কুলের সামনে পড়ল পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপে। ঘটনায় আতঙ্কিত শিক্ষকরাও। তবে অনেকের মতে সাম্প্রদায়িক বিভেদ তৈরির জন্য চক্রান্ত করে নাম ঠিকানাহীন পোস্টারগুলি লাগানো হয়েছে।
রাজ্যে বিভিন্ন জায়গা থেকে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। সব জায়গাতেই অভিযুক্ত তৃণমূলের মুসলিম নেতারা। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ বলে পরিচিত কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বন্দুকধারী পুলিশের পাহারায় সরস্বতী পুজোর আয়োজনের নির্দেশ দিতে হয়েছে আদালতকে। এরই মধ্যে চাঞ্চল্যকর খবর এল নবদ্বীপ থেকে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে নবদ্বীপের বিভিন্ন স্কুলের সামনে সরস্বতী পুজো বন্ধের দাবিতে হুমকি পোস্টার দেওয়া হচ্ছে। হলুদ কাগজে লেখা পোস্টারগুলিতে দাবি করা হয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা যাবে না। পোস্টারগুলি দেখামাত্র ছিঁড়ে ফেলেছেন স্থানীয়রা। তবে তাতে আতঙ্ক যাচ্ছে না।
কিন্তু কে বা কারা এই পোস্টারগুলি লিখেছে সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।
শিক্ষকরা জানাচ্ছেন, তাদের শিক্ষকতা জীবনে আজ পর্যন্ত এই ধরনের নজিরবিহীন ঘটনা চোখে পড়েনি। ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে কেউ বা কারা সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে বলে মনে করছেন তাঁরা।
বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা শহরে এই ধরণের পোস্টার লিখেছে তা জানতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা।