মগরাহাটে দুষ্কৃতীর বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। আবদুল্লাহ লস্কর নামে ওই দুষ্কৃতী কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছে বলে জানা গিয়েছে। মগরাহাট ২ নম্বর ব্লকের কালাপাহাড়চক এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকরা। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, অভিযুক্ত অস্ত্র পাচারের অভিযোগে আগেও গ্রেফতার হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর তার ওপরে নজরদারি চলছিল। সম্প্রতি সে জয়নগর থেকে অস্ত্র এনে বাড়িতে রেখেছে বলে খবর পাওয়া যায়। সেই খবরের ভিত্তিতে বুধবার রাতে চলে তল্লাশি।
জানা গিয়েছে, তল্লাশিতে ১টি পাইপগান, ৫টি দেশি পিস্তল, ৪১ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।
পুলিশের তরফে আরও জানা গিয়েছে, অভিযুক্ত আবদুল্লাহ লস্করকে ফের গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কার জন্য সে অস্ত্র এনেছিল তা জানার চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জেল থেকে ছাড়া পেয়ে ফের অস্ত্র কারবারে জড়িয়ে পড়ে অভিযুক্ত। স্থানীয় দুষ্কৃতীদের সরবরাহ করতে অস্ত্র মজুত করেছিল সে। কারা তাঁকে অস্ত্র আমদানির বরাত দিয়েছিল তা অভিযুক্তকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।