পহেলগাঁও হত্যাকাণ্ডে গোটা দেশ কেঁপে উঠেছে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে বলে খবর। পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে ভারত বলে সূত্রের খবর। যদিও একের পর এক প্রাণ গিয়ে এখন গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনা রীতিমতো ভারত সরকারের ব্যর্থতা বলে নানা মহল থেকে অভিযোগ উঠতে শুরু করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার রাজ্যজুড়ে মোমবাতি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই সিপিএম প্রত্যেক জেলায় গতকাল থেকেই প্রতিবাদ মিছিল করতে শুরু করে।
এবার পরিস্থিতি যে পাল্টাবে সেটা আগেই বোঝা গিয়েছিল। এই হামলার ঘটনায় মৃত ২৬ জনের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আর ২৫ জন ভারতীয় নাগরিক। একজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে বলে ভারত সরকারের বক্তব্য। বুধবার রাতে বিমানে করে কলকাতায় পৌঁছেছে তিনটি মৃতদেহ। তাঁদের সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। এবার এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসও মনে করে, ওটা সেনাবাহিনীর জায়গা হওয়া সত্ত্বেও সুরক্ষা এবং নিরাপত্তা এত ঢিলেঢালা ছিল কেমন করে? এটা ভারত সরকারের ব্যর্থতা বলেই মনে করে ঘাসফুল শিবির।
আরও পড়ুন: চাকরিহারাদের আন্দোলনে ভাটা পড়েছে, সংখ্যা কমতে শুরু করেছে, ঝাঁঝ কমল কেন?
বাংলার তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি মৃতদেহ এবং তাঁদের পরিবারের সদস্যদের রাজ্যে ফেরাতে সবরকম ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। এই গোটা পরিস্থিতির তদারকি করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এই ঘটনার নিন্দা জানিয়ে সবরকমভাবে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই সঙ্গে এই আবহে জঙ্গি হামলার প্রতিবাদে ও মৃতদের আত্মার শান্তি কামনায় এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার রাজ্যের প্রত্যেকটি জেলায় দলের কর্মী–সমর্থকরা রাস্তায় নেমে মৌন মোমবাতি মিছিল করবেন।