পানাগড়ে নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুতে পশ্চিমবঙ্গে নারী নিরপাত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তাঁর মা তনুশ্রী চট্টোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবিতে সরব হলেন তিনি। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তনুশ্রীদেবী বলেন, আমার মেয়ে গোটা দেশে নাচের অনুষ্ঠান করত। কোথাও কিছু হল না। আর চরম পরিণতির মুখে পড়তে হল তাঁর নিজের রাজ্যে।
পড়তে থাকুন - বচসা চলাকালীনই ইট দিয়ে থেঁতলে খুন, ট্রলিব্যাগে মহিলার দেহ উদ্ধারে জেরায় কবুল
আরও পড়ুন - ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ লাভলিকে TMC পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরাল প্রশাসন
এদিন তনুশ্রীদেবী বলেন, ‘আমার মেয়ে অন্যান্য রাজ্যে বহু নাচের অনুষ্ঠান করেছে। সেখানে কোথাও তার নিরাপত্তা বিঘ্নিত হয়নি। কোনও দিন কোনও খারাপ কিছু ঘটেনি। আর ওকে নিরাপত্তা দিতে পারল না ওর নিজের রাজ্যের পুলিশই। হাইওয়েতে এতক্ষণ ধরে ওর গাড়িকে ধাওয়া করল। একটা পুলিশ ছিল না? ঘটনার পর পুলিশ কাউকে গ্রেফতার করল কি না তাও এখনও জানতে পারলাম না।’
তিনি আরও বলেন, ‘মেয়ে মানে এখন হয়ে গিয়েছে ভোগের বস্তু। ৬ মাসের বাচ্চা থেকে ৮০ বছরের বৃদ্ধা কেউ ছাড় পাচ্ছে না। মদ খেয়ে চারটে লোক হাইওয়েতে গাড়ি চালাচ্ছিল। বড় কারও হাত মাথায় না থাকলে এটা সম্ভব নয়। আমি রাজ্যে মদ নিষিদ্ধ করার দাবি জানাব।’
আরও পড়ুন - ‘আন্দোলন না করার জন্য ডাক্তারদের ঘুষ দেওয়া হয়েছে’, বেতন নিয়ে বেলাগাম দিলীপ
এদিন সুতন্দ্রার বাড়িতে যান রাজ্য মহিলারল কমিশনের প্রতিনিধিরা। তাদের সামনে ক্ষোভে ফেটে পড়েন তনুশ্রীদেবী। পুলিশি তদন্তে তাঁর যে কোনও আস্থা নেই তা মহিলা কমিশনের প্রতিনিধিদের সামনে স্পষ্ট করে দেন তিনি। তিনি বলেন, আমার মেয়ে তো ফিরবে না। কিন্তু কোনও মেয়ের সঙ্গে যেন এমন ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।