বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতির পর ফের একবার তাঁর প্রতিশ্রুত লৌহ ইস্পাত কারখানা নির্মাণের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমে শালবনি ও পরে চন্দ্রকোণায় ওই কারখানা হবে বলে জানানো হলেও এখনও আইনি জটে আটকে কারখানর ভবিষ্যৎ। কেন ঘোষণার পর বছর ঘুরলেও সৌরভ রাজ্যে কারখানার একটা ইঁটও এখনও গাঁথতে পারলেন না সেই প্রশ্ন তুলছেন পশ্চিম মেদিনীপুরের বণিকসভার একাধিক সদস্য। তাদের আশঙ্কা এই টানাপোড়েনে সৌরভের প্রতিশ্রুত লৌহ ইস্পাত কারখানা যেন পশ্চিমবঙ্গের বাইরে না চলে যায়।
২০২৩ সালের সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর ইউরোপ সফরে যোগদান করে সৌরভ ঘোষণা করেন, পশ্চিমবঙ্গে একটি লোহার রড তৈরির কারখানা তৈরি করতে চলেছেন তিনি। শালবনিতে জিন্দলদের পরিত্যক্ত জমিতে কারখানাটি তৈরি হবে। ৬ মাসের মধ্যে কারখানার নির্মাণকাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছিলেন সৌরভ। কয়েক মাস পরে জানা যায়, শালবনিতে নয়, কারখানা তৈরি হবে চন্দ্রকোণায় প্রয়াগ ফিল্ম সিটির পরিত্যক্ত জমিতে। এমনকী সেজন্য মাত্র ১ টাকায় সেখানে প্রায় ৩৫০ একর জমি রাজ্য সরকার সৌরভের সংস্থাকে দিয়েছে বলেও জানা যায়। কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রয়াগে বিনিয়োগকারীরা। তাঁদের দাবি, আগে আমানতের টাকা ফেরতের ব্যবস্থা করুক সরকার। তার পর যাকে খুশি জমি দিক তারা।
আমানতকারীদের আবেদনের ভিত্তিতে ওই জমির বাজামূল্য নির্ধারণ করে টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছে আদালত। বাজারমূল্য নির্ধারণ করবে কেন্দ্রীয় সংস্থা সেবি। আদালত জানিয়েছে, ইচ্ছা করলে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সংস্থাও।
এসব টানাপোড়েনের মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা বণিকসভার সম্পাদক চন্দন বসু বলেন, ‘আমরা আশা করেছিলাম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সৌরভের কারখানার নির্মাণকাজের অগ্রগতির ব্যাপারে কোনও ঘোষণা শোনা যাবে। কিন্তু তেমন কিছুই হল না। আমরা এতে আশাহত হয়েছি। আশা করি আমাদের জেলাতেই শিল্প কারখানাটি হবে।’
মাদ্রিদে ৬ মাসের মধ্যে কারখানা তৈরির প্রতিশ্রুতি সৌরভ কেন রক্ষা করতে পারলেন না তা নিয়েও প্রশ্ন তুলছেন বণিকসভার সদস্যরা। দেড় বছর পার হতে চললেও কেন এখনও কারখানা তৈরির জন্য বিবাদহীন জমি পেলেন না সৌরভ সে প্রশ্নও তুলছেন অনেকে। এতে শিল্পমহলে রাজ্যের ব্যাপারে কী বার্তা যাচ্ছে সে প্রশ্নও রয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে কারখানা তৈরির জন্য বিনামূল্যে জমি পেতে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়েছেন সৌরভ। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি নীতির জন্যই গত ১৪ বছরে রাজ্যে কোনও বড় শিল্প আসেনি। একই কারণে কারখানা তৈরি করতে গিয়ে বাধার মুখে পড়ছেন সৌরভও। যাতে প্রমাণ হচ্ছে, বাণিজ্য সম্মেলনের চাকচিক্যের অন্তরালে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন এখনও কষ্টসাধ্য বিষয়।