মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল দুই কিশোরের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই গণধর্ষণের ভিডিয়ো তুলে রাখল ওই দুই কিশোর বলে অভিযোগ। সেটা দেখিয়ে বারবার ব্ল্যাকমেল এবং যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। মধ্যমগ্রাম থেকে ইতিমধ্যেই এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অপর এক কিশোর এখন পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারদাপল্লির মাঠপাড়া এলাকায় এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে।
এদিকে এই গণধর্ষণের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা কিশোরীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে গিয়েছিল দুই কিশোর। সেখানে দু’জনে মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এমনকী ধর্ষণের সময় ভিডিয়ো তুলে রেখে পরে ব্ল্যাকমেল করা হয়। এই ঘটনা কাউকে জানালে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভাইরাল করার হুমকি দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার্থীকে। এলাকায় এই কথা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারে রে রে করে নেমে পড়েন। আর দুই কিশোরের মধ্যে একজনকে ধরেন। আর মধ্যমগ্রাম থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুন: সাঁকরাইল–উলুবেড়িয়া–দুর্গাপুরে পলি পার্কের কাজ থমকে, জট নিয়ে চিন্তায় কর্তারা
অন্যদিকে নির্যাতিতা মাধ্যমিক পরীক্ষার্থীর অভিযোগ, ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। একজন যখন ধর্ষণ করছিল তখন আর একজন ওই ঘটনার ভিডিয়ো করছিল। এই ঘটনা কাউকে জানালে ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় দুই কিশোর। যদিও শুক্রবার রাতে ওই ভিডিয়ো ছড়িয়ে পড়ে। আর তখনই সবঘটনা জানাজানি হয়ে যায়। নামপ্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলছেন, ‘এই ঘটনা ঘটিয়ে ভিডিয়ো করেছিল ছেলেগুলি। বেশ কয়েকজন দেখেছে বলেও পুলিশ জানতে পেরেছে। এলাকার লোকজনই একটা ছেলেকে ধরে ফেলে। পরে পুলিশ থানায় নিয়ে যায়। ছেলেটার বয়স ১৭ হবে। মেয়েটার বয়স ১৫ বছরের মতো। আমরা চাই দোষীদের শাস্তি হোক।’
এছাড়া নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে মধ্যমগ্রাম থানার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এলাকায় এসে ওই কিশোরকে গ্রেফতার করে। অপর অভিযুক্ত কিশোর এই ঘটনার পর চম্পট দিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থী। এই মধ্যমগ্রামেই একের পর এক ঘটনা ঘটছে। বৃদ্ধাকে মেরে মা–মেয়ে দেহ স্যুটকেসে ভরে কলকাতায় ফেলতে এসে ধরা পড়ে যায়। আবার এখানের মা–মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। এবার সামনে এল গণধর্ষণ করার ঘটনা।