গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে। শহরের নেতাজি পল্লির বাসিন্দা মৃত ওই যুবকের নাম অভিজিৎ তরফদার। ঘটনায় জখম হয়েছেন মৃত ওই যুবকের মা। এই ঘটনায় মৃত যুবকের স্ত্রীকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। তবে কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি।অভিজিৎবাবুর মা জানিয়েছেন, সোমবার রাত ৩টে নাগাদ বাড়ি তখন ঘুটঘুটে অন্ধকার। তারই মধ্যে হঠাৎ তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে কেউ বা কারা। তাদের কাউকেই দেখতে পাননি তিনি। প্রাণে বাঁচতে ছেলের নাম ধরে চিৎকার করতে থাকেন তিনি। এরই মধ্যে বাড়ি ছাড়ে দুষ্কৃতীরা। পরে তিনি দেখেন শোয়ার ঘরে ছেলেকে ঘুমন্ত অবস্থায় গলার পিছন দিকে কোপ মেরে খুন করে রেখে গিয়েছে কেউ বা কারা।নিহতের মা জানিয়েছেন, আমার বাড়িতে তিনটে তালা খুলে ঢুকতে হয়। ঘটনার পরে দেখি চাবি নির্দিষ্ট জায়গাতেই রয়েছে। তাহলে ঘরের ভিতর থেকে কেউ তালা খুলে দিয়েছে।খুনের সময় বাড়িতে অভিজিৎবাবু, তাঁর মা - বাবা ছাড়াও ছিলেন স্ত্রী ও সন্তান। নিহতের মায়ের দাবি, ‘বউমাই কাউকে দিয়ে এই কাজ করিয়েছে।’ পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের স্ত্রীকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁকে জেরা করা হচ্ছে।খবর পেয়ে ভোরবেলায় অভিজিৎবাবুদের বাড়িতে পৌঁছয় পুলিশ। অভিজিৎবাবুর পরিবার চা বাগানের কারবার করেন। এলাকায় সম্ভ্রান্ত পরিবার বলে পরিচয় তাদের। দেহ উদ্ধারের পর দীর্ঘক্ষণ এলাকায় তদন্ত চালান পুলিশ আধিকারিকরা।