চোরাই সোনার কারবারিদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির জালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাট এলাকার ঘটনা। অভিযুক্তদের কাউকে ধরতে না পারলেও ঘটনাস্থল থেকে ২ মহিলাকে তুলে এনেছেন পুলিশ আধিকারিকরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
আরও পড়ুন - আবার কি শপথ জটিলতা? স্পিকারকে দায়িত্ব দিতে অনুরোধ করে রাজ্যপালকে চিঠি রাজ্যের
পড়তে থাকুন - ২১ জুলাই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে BJP, ২২ জুলাই CESC অভিযান
কুলতলি থানা সূত্রে জানা গিয়েছে, ১২ লক্ষ টাকার বিনিময়ে নদিয়ার এক ব্যবসায়ীকে নকল সোনা দেওয়ার অভিযোগ ছিল জালাবেড়িয়ার বাসিন্দা সাদ্দার সরদারের বিরুদ্ধে। সোমবার সকালে তাকে গ্রেফতার করতে যায় কুলতলি থানার পুলিশ বাহিনী। গ্রেফতার করে অভিযুক্তকে পুলিশের গাড়িতে ওঠানোর সময় অভিযুক্তের পরিবার ও গ্রামবাসীদের বাধার মুখে পড়ে তারা। অভিযুক্তের পরিবারের সদস্যরা ও গ্রামবাসীদের একাংশ পুলিশকর্মীদের ধরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ চলাকালীনই পুলিশ কর্মীদের লক্ষ্য করে অভিযুক্তের ভাই ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সেই সুযোগে পুলিশের হাত থেকে পালায় সাদ্দাম। তবে গুলি কারও গায়ে লাগেনি। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। এর পর ঘটনাস্থল থেকে ২ মহিলাকে আটক করে এলাকা ছাড়েন পুলিশকর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আরও বাহিনী পৌঁছয়। তবে এখনও মূল অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উত্তেজনা প্রশমণে এলাকায় পুলিশ টহল দিচ্ছে। আটক ২ মহিলাকে জেরা করে অভিযুক্তদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে অনুমান করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন - তৃণমূলকে ভোট না দিলে কেটে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার, হুঁশিয়ারি তৃণমূল নেতার
রাজ্যে পুলিশের ওপর হামলার ঘটনা নতুন নয়। তবে সরাসরি পুলিশকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ কর্মীরাই সুরক্ষিত নন সেখানে কী ভাবে নিশ্চিত হবে সাধারণ নাগরিকের নিরাপত্তা?