আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। গতবারের থেকে কিছুটা আগেই ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ সালে দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হয়েছিল। এবার সেখানে বেলা ১২ টা ৩০ মিনিট সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু করবে সংসদ। ধাপে-ধাপে জানানো হবে যে কত শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন, প্রথম দশে কারা কারা জায়গা করে নিয়েছেন। তবে ওয়েবসাইটে রেজাল্ট দেখার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। কারণ সংসদের তরফে জানানো হয়েছে যে বুধবার দুপুর ২ টো থেকে অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিয়ে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (betvisacasinos.com) থেকে অনলাইনে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। সেইসঙ্গে মার্কশিটও (সফট কপি) ডাউনলোড করতে পারবেন ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে।
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে?
১) উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সরকারি ওয়েবসাইট -
২) হিন্দুস্তান টাইমস বাংলা (betvisacasinos.com)
কীভাবে HT বাংলা থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) হিন্দুস্তান টাইমস বাংলায় (betvisacasinos.com) আসুন। HT বাংলা খুললেই দেখতে পাবেন ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫ LIVE’। সেখানে ক্লিক করতে হবে।
২) এবার যে নয়া পেজ খুলে যাবে, সেখান থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন। রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর দিতে হবে। ‘ফলাফল চেক করুন’ বাটনে ক্লিক করুন।
৩) ওই বাটনে ক্লিক করার পরেই ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।
হিন্দুস্তান টাইমস বাংলায় দেখা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট
হিন্দুস্তান টাইমস বাংলায় যে রেজাল্ট দেখা যাবে, তাতে প্রতিটি বিষয়ের থিওরির নম্বর, প্রতিটি বিষয়ের প্র্যাকটিকালের নম্বর, প্রতিটি বিষয়ের সর্বমোট নম্বর, প্রতিটি বিষয়ের প্রাপ্ত গ্রেড, প্রতিটি বিষয়ের পার্সেন্টাইল, মোট নম্বর, মোট নম্বরের নিরিখে প্রাপ্ত গ্রেড এবং মোট নম্বরের নিরিখে পার্সেন্টাইল দেখতে পারবেন।
আরও পড়ুন: JEE Topper Devdutta Majhi: দিনে ক’ঘণ্টা পড়াশোনা? কোচিং নিয়েছিলেন? জয়েন্টে প্রথম দেবদত্তা যা বললেন
HT বাংলায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন
HT বাংলা থেকে যে মার্কশিটের কপি ডাউনলোড করবেন, তাতেও সেইসমস্ত তথ্য থাকবে। তবে উচ্চমাধ্যমিকের আসল মার্কশিট এবং সার্টিফিকেট পাওয়া যাবে না আগামিকালের (বৃহস্পতিবার) আগে। সেদিন সংসদের নির্ধারিত ক্যাম্প অফিস থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে। তারপর সংশ্লিষ্ট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট মিলবে।
তার আগে অবশ্য মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছেন পড়ুয়ারা। যে মাহেন্দ্রক্ষণটা আসবে বুধবার দুপুর ২ টোয়। এবার পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় উচ্চমাধ্যমিকেের ফলাফল প্রকাশ করা হচ্ছে।