হাড় হিম করা ঘটনা ধরা পড়ল সিসিটিভিতে। সাইকেল আরোহী বৃদ্ধকে টেনে হিঁচড়ে নিয়ে গেল গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল বৃদ্ধের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে দুর্ঘটনা হয় চন্দননগর তেমাথা এলাকায়। চন্দননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মাখনলাল সরণির বাসিন্দা মধুসূদন বঙ্গ (৭৫) বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কলকাতায় আত্মীয়ের বাড়িতে যাবেন বলে। সাইকেল নিয়ে মানকুণ্ডু স্টেশন এর দিকে যাচ্ছিলেন পেশায় ব্যবসায়ী মধুসূদনবাবু। চন্দননগর তেমাথা মন্দিরের কাছে পিছন থেকে একটি চার চাকা সুইফট গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁর সাইকেলকে। সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন বৃদ্ধ। তখনো গাড়িটি দাঁড়িয়ে পড়ার বদলে বৃদ্ধকে পিষে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায় বেশ কয়েক মিটার। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের।
বেলায় এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে।
চন্দনগর থানার পুলিশ এলাকা সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়ি ও চালকের খোঁজ চালাচ্ছে। বৃদ্ধের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়।
পরিবার ও প্রতিবেশীদের দাবি, যখন দুর্ঘটনা ঘটল গাড়ি তখনই থামিয়ে দিলে হয়ত বৃদ্ধের মৃত্যু হত না। গাড়ি চালক মত্ত ছিলেন বলে সন্দেহ।
বেপরোয়া গাড়ি চালানোর জেরে কারও মৃত্যু হলে খুনের মামলা রুজু হবে বলে জানিয়েছিলেন পরিবহনমন্ত্রী। এই ক্ষেত্রে সেই নির্দেশ পুলিশ কার্যকর করতে চলেছে বলে সূত্রের খবর।