এলাকায় ভাগাড় তৈরির বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভে যোগদার করে গ্রেফতার হয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে। রাতে থানা থেকে জামিন পেলেও জামিন নিলেন না বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনি জানিয়েছেন, যতক্ষণ না গ্রেফতার হওয়া ১৫ জনের প্রত্যেককে মুক্তি দেওয়া হবে ততক্ষণ থানা ছেড়ে কোথাও যাবেন না তিনি। ওদিকে বৃহস্পতিবারের ঘটনায় শুক্রবার সকালেও ক্ষোভে ফুঁসছে কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুন - ছবি বিক্রি অতীত, ‘আঁচল পেতে টাকা নেব’, দুর্নীতির বিরুদ্ধে CPMএর পথে মমতা?
পড়তে থাকুন - ‘বার ডান্সারকে ফ্লাইং কিস TMCর মুখ্য সচেতক নির্মল ঘোষের'
অম্বিকাবাবু বলেন, আমাকে বৃহস্পতিবার রাতে পুলিশ জানায়, আপনাকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আটক করা হয়েছে। আপনি ব্যক্তিগত বন্ডে জামিন নিয়ে মুক্তি পেতে পারেন। আমার প্রশ্ন আটক করা হলে জামিন কীসের? তার মানে আমাকে গ্রেফতার করেছে। সঙ্গে আরও ১৫ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অধিকাংশই মহিলা। তাদের প্রত্যেককে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি জামিন নেব না। আমি থানাতেই থাকব।’
ওদিকে শুক্রবার ধৃতদের স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় থানার বাইরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ ও পুরসভার আচরণে এখনও ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাদের সাফ কথা, কোনও পরিস্থিতিতেই ভাগাড় বানাতে দেব না।
আরও পড়ুন - বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করার দায় ঝেড়ে ফেলল অমিত শাহের দফতর
বলে রাখি, কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি ভাগাড় তৈরির সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত কল্যাণী পুরসভা। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে বৃহস্পতিবার থেকে ভাগাড়ের জমিতে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়। এতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা ভাগাড় তৈরির বিরোধিতায় বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এর পর সেখানে পৌঁছন স্থানীয় বিধায়ক অম্বিকা রায়। তখন সরকারি কাজে বাধা দেওয়ার কারণ দেখিয়ে অম্বিকা রায়কে গ্রেফতার করে পুলিশ।