রামনবমীর আগেই রাজ্যে অস্ত্র হাতে মিছিল করলেন রামভক্তরা। শনিবার হাওড়ার হাওড়ার সাঁকরাইলের রাজগঞ্জে অস্ত্র মিছিল করে সাঁকরাইলের একটি রামনবমী পালন কমিটি। ডিজের তালে নাচতে নাচতে রামচন্দ্রের মূর্তি নিয়ে মণ্ডপে আসেন তাঁরা। রামনবমীতে রাজ্যে অস্ত্র মিছিল রুখতে কড়া বার্তা দিয়েছে পুলিশ। রয়েছে আদালতের নির্দেশও। কিন্তু মিছিলের উদ্যোক্তাদের দাবি, রামনবমীতে অস্ত্রমিছিল একটা প্রথা। সাঁকরাইলের মানিকপুরের একটি রামনবমী পালন কমিটির মূর্তির বায়না দেওয়া ছিল রাজগঞ্জ এলাকায়। শনিবার দুপুরে রাজগঞ্জ থেকে শোভাযাত্রা করে ঘোড়ায় টানা রথে চড়িয়ে রামচন্দ্রের মূর্তি আনেন তারা। সেই শোভাযাত্রায় অনেকের হাতেই দেখা যায় তলোয়ার, কাটারি, দা, হাঁসুয়ার মতো অস্ত্র। ডিজের তালে অস্ত্র নিয়ে নাচতেও দেখা যায় অনেককে। মিছিলে ছিলেন সাধুসন্তরাও।উদ্যোক্তারা জানিয়েছেন, আমরা কাউকে অস্ত্র আনতে বলিনি। তবে রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করাটা একটা প্রথা। তাই কেউ কেউ অস্ত্র হাতে মিছিলে যোগদান করে থাকতে পারে। হাওড়া শহরে রামনবমীর ২টি মিছিলে অস্ত্র ও ডিজের ব্যবহার নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। স্পষ্ট বলেছ, ধাতুর তৈরি কোনও জিনিস হাতে মিছিল করা যাবে না। এই রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘অস্ত্র মিছিল নিয়ে আদালতের এই অবস্থান জানা থাকল। অন্য ধর্মের লোকেরা যখন অস্ত্র হাতে মিছিল করে তখন হিন্দুরাও এবার আদালতে যাবে।’