মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের কয়েক দিনের মধ্যে সন্দেশখালিতে হিন্দু তৃণমূল নেতার বাড়ির সামনে চলল গুলি। বৃহস্পতিবার গভীর রাতে সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ভারপ্রাপ্ত প্রধান যাদবকুমার মণ্ডলের বাড়ির সামনে বেশ কয়েকটি গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশকে তেমনই জানিয়েছেন ওই তৃণমূল নেতা। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা গুলি চালিয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই সরবেড়িয়া - আগারহাটি গ্রাম পঞ্চায়েতেই বাড়ি সন্দেশখালির তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের। গত বছর ৫ জানুয়ারি তার বাড়িতে ইডি তল্লাশি চালাতে গেলে আধিকারিকদের ওপরে যে হামলা হয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিল এই পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা। এর পর জিয়াউদ্দিনকে গ্রেফতার করে সিবিআই। জিয়াউদ্দিনের জায়গায় পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পড়ে উপপ্রধান যাদবকুমার মণ্ডলের ওপর।
সেই যাদব মণ্ডল বৃহস্পতিবার জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২টা ৩৫ মিনিট নাগাদ তিনি বাড়ির বাইরে কিছু ফাটার শব্দ পান। সঙ্গে সঙ্গে দাদাকে ফোন করে কী ঘটছে তা দেখার জন্য বলেন তিনি। দাদা থাকেন পাশের বাড়িতে। তিনি বেরিয়ে দেখেন যাদববাবুর বাড়ির সামনে কেউ বা কারা গুলি চালাচ্ছে। কারা গুলি চালাচ্ছে অন্ধকারে তা দেখা না গেলেও তাদের হাতে বন্দুক স্পষ্ট দেখা গিয়েছে বলে যাদববাবুকে জানান তাঁর দাদা।
সঙ্গে সঙ্গে ন্যাজাট থানায় খবর দেন যাদববাবু। ঘটনাস্থলে পৌঁছন আইসি। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। মমতার সফরের পর সন্দেশখালিতে হিন্দু তৃণমূল নেতার বাড়িতে গুলি চলায় উদ্বিগ্ন স্থানীয়রা।