বিভিন্ন কাজের জন্য শনিবার এবং রবিবার শিয়ালদা ডিভিশনে ৩৮টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন শাখায় বিভিন্ন কাজ করা হবে। সেটার জন্য বিভিন্ন অংশে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেজন্য শনিবার এবং রবিবার বারাসত-বনগাঁ শাখা এবং কৃষ্ণনগর-লালগোলা শাখায় মোট ৩৮টি ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। সময় পরিবর্তন করা হয়েছে কয়েকটি ট্রেনের।
শনিবার শিয়ালদা-বনগাঁ শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩৩৮৫১ শিয়ালদা-বনগাঁ লোকাল: সন্ধ্যা ৭ টা ২৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩৩৮৫৯ শিয়ালদা-বনগাঁ লোকাল: রাত ১০ টা ৩৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ৩৩৮৬১ শিয়ালদা-বনগাঁ লোকাল: রাত ১১ টায় শিয়ালদা থেকে ছাড়ে।
৪) ৩৩৮৬৩ শিয়ালদা-বনগাঁ লোকাল: রাত ১১ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৫) ৩৩৮৫৪ বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ৮ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
৬) ৩৩৮৫৬ বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ৯ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
৭) ৩৩৮৫৮ বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ৯ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
৮) ৩৩৮৬০ বনগাঁ-শিয়ালদা লোকাল: রাত ১০ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
শনিবার নৈহাটি-ব্যান্ডেল শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩৭৫৫৭ নৈহাটি-ব্যান্ডেল লোকাল: রাত ১১ টা ৫৮ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
২) ৩৭৫৫৮ ব্যান্ডেল-নৈহাটি লোকাল: রাত ১১ টা ২৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
শনিবার শিয়ালদা-গেদে শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩১৯২৯ শিয়ালদা-গেদে লোকাল: রাত ৯ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৯২৮ গেদে-শিয়ালদা লোকাল: রাত ৯ টা ২৫ মিনিটে গেদে থেকে ছাড়ে।
শনিবার শিয়ালদা-শান্তিপুর শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩১৫৩৯ শিয়ালদা-শান্তিপুর লোকাল: রাত ৯ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৫৪২ শান্তিপুর-শিয়ালদা লোকাল: রাত ১০ টা ৪৫ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
রবিবার বারাসত-বনগাঁ শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩৩৩৬৯ বারাসত-বনগাঁ লোকাল: সকাল ৬ টা ২০ মিনিটে বারাসত থেকে ছাড়ে।
২) ৩৩৩৬৮ বনগাঁ-বারাসত লোকাল: সকাল ৭ টা ৪১ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
রবিবার শিয়ালদা-হাবরা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩৩৬৫১ শিয়ালদা-হাবরা লোকাল: ভোর ৪ টে ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩৩৬৫৩ শিয়ালদা-হাবরা লোকাল: সকাল ৬ টা ৪০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৩) ৩৩৬৫২ হাবরা-শিয়ালদা লোকাল: সকাল ৬ টা ৩৭ মিনিটে হাবরা থেকে ছাড়ে।
৪) ৩৩৬৫৪ হাবরা-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ৫৫ মিনিটে হাবরা থেকে ছাড়ে।
রবিবার নৈহাটি-ব্যান্ডেল শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩৭৫২১ নৈহাটি-ব্যান্ডেল লোকাল: ভোর ৪ টে ৪০ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।
২) ৩৭৫২২ ব্যান্ডেল-নৈহাটি লোকাল: ভোর ৪ টে ১০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ে।
রবিবার শিয়ালদা-গেদে শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩১৯১১ শিয়ালদা-গেদে লোকাল: ভোর ৪ টে ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৯১২ গেদে-শিয়ালদা লোকাল: রাত ৩ টে ৫০ মিনিটে গেদে থেকে ছাড়ে।
রবিবার শিয়ালদা-শান্তিপুর শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩১৫১১ শিয়ালদা-শান্তিপুর লোকাল: ভোর ৪ টে ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৫১২ শান্তিপুর-শিয়ালদা লোকাল: রাত ৩ টে ২২ মিনিটে শান্তিপুর থেকে ছাড়ে।
রবিবার নৈহাটি-রানাঘাট শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩১৭১১ নৈহাটি-রানাঘাট লোকাল: সকাল ৫ টায় নৈহাটি থেকে ছাড়ে।
২) ৩১৭১২ রানাঘাট-নৈহাটি লোকাল: ভোর ৪ টে ৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।
রবিবার শিয়ালদা-রানাঘাট শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) ৩১৬১১ শিয়ালদা-রানাঘাট লোকাল: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩১৬১২ রানাঘাট-শিয়ালদা লোকাল: ভোর ৪ টে ২০ মিনিটে রানাঘাট থেকে ছাড়ে।