নেপালে যাওয়ার উদ্দেশে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে গ্রেফতার ২ রোহিঙ্গা। ঘটনা কোচবিহারের মাথাভাঙা সীমান্তের ধাপড়া বাজার এলাকার। ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ।
আরও পড়ুন - শিয়ালদায় আসছে AC লোকাল ট্রেন, ভাড়া শুনলে আজই বিক্রি করে দেবেন চার চাকা গাড়ি
পড়তে থাকুন - ‘কেন্দ্রীয় বাহিনী পাঠান, নিষিদ্ধ করুন ওদের,' যাদবপুরে অবাক প্রস্তাব শুভেন্দুর
শনিবার ধাপড়া বাজার এলাকায় এক পুরুষ ও এক মহিলাকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ সে রেডওয়ান (২৪) ও ফরমিনা আখতার (২৭) নামে জনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে ধৃতরা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। সেখান থেকে কয়েক বছর আগে বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ করে। মায়ানমারে সে গুলিবিদ্ধ হয়েছিল বলেও জানায় রেডওয়ান। সম্প্রতি বাংলাদেশ থেকে নেপালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেজন্য বাংলাদেশের এক দালালকে ৪০ হাজার বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পার করে। সীমান্ত পার করতেই গ্রেফতার হয় তারা।
আরও পড়ুন - টাকার জন্য ৫ বছরের মেয়েটাকেও ছাড়ল না ওরা, হাতেনাতে ধরলেন সরকারি চিকিৎসকরা
মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে আমরা ১ জন পুরুষ ও ১ জন নারীকে গ্রেফতার করেছি। তারা মায়ানমারের নাগরিক। তাদের গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের ভারতে অনুপ্রবেশ করে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল।