জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবতাদের গুরু বৃহস্পতি ও রাজকুমার বুধ একত্রিত হয়ে তৈরি করতে চলেছে সমসপ্তক যোগ। এই সমসপ্তক রাজযোগের ফলে বহু রাশির ভাগ্যে তুঙ্গে থাকবে উন্নতি, সমৃদ্ধি। উল্লেখ্য, দেবগুরু বৃহস্পতি এখন রয়েছেন বৃষতে। আর রাজকুমার বুধ, বৃশ্চিক রাশিতে রয়েছেন। বর্তমানে বুধ মার্গী রয়েছেন, আর বৃহস্পতি বক্রী অবস্থানে রয়েছেন। আর দু'জন মুখোমুখি হতেই সমসপ্তক যোগের নির্মাণ হবে। তারফলে ১২ রাশির জাতক জাতিকার জীবনে বড় প্রভাব পড়তে পারে। সমসপ্তক রাজযোগ কোন কোন রাশির জীবনে প্রভাব ফেলবে? দেখা যাক তালিকা।
বৃষ
সমসপ্তক রাজযোগ বিভিন্ন দিক থেকে লাভদায়ক হতে পারে বৃষ রাশির জাতক জাতিকার জন্য। ধনধান্যে বৃদ্ধি হতে পারে। বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। টাকা পয়সা বেড়ে যাওয়ার ব্যাপক বড় সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। কেরিয়ারের দিক থেকে খুবই ভালো লাভ পাবেন। আপনার সিনিয়রদের দারুন সাহায্য পাবেন। আপনার কাজ আর চেষ্টা দেখে অনেকেই প্রশংসা করবেন। পদোন্নতি আর বেতন বৃদ্ধির সুযোগ আসবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। সঞ্চয় বাড়বে।
( Shukra Guru Navapancham Rajyog: রাত পোহালেই ভাগ্যের চাকা ঘুরতে পারে বৃষ সহ ৩ রাশির! শুক্র, গুরু তৈরি করবেন নবপঞ্চম যোগ)
( Tahawwur Rana:মুম্বই হানার ‘ওয়ান্টেড’ তাহাউর রানাকে ধাক্কা দিয়ে SCতে বড় আবেদন মার্কিন সরকারের! ভারতে আনার পথ সহজ হচ্ছে?)
বৃশ্চিক
জাতক জাতিকাদের দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ব্যবসায় খুব লাভ হবে। নতুন ব্যবসা শুরু করতে পারবেন। যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁদের জন্য এই সময়কাল বেশ ভালো। আর্থিক পরিস্থিতি ভালো হতে পারে। এখন লগ্নি করলে ভালো লাভ হবে। প্রেম জীবন দারুন ভালো কাটবে। পরিবারের সঙ্গে সময় ভালো যাবে।