বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রগ্রহ প্রায় ১ মাস পরে নিজের রাশি পাল্টাতে চলেছেন। এবার নিজের স্বরাশি বৃষে প্রবেশ করতে চলেছেন শুক্র। খুব শিগগিরই শুক্র তাঁর রাশি পাল্টাতে চলেছেন।শুক্রের এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতকারা লাভের মুখ দেখতে চলেছেন। যার ফলে কিছু রাশির ভালো সময় আসতে চলেছে। টাকাকড়ি থেকে প্রেম জীবনে সমৃদ্ধি সব কিছুতেই লাভ আসতে পারে বলে জ্যোতিষমত বলছে। দেখা যাক লাকি কারা।
কন্যা
শুক্রের গোচর আপনাদের জন্য লাভদায়ক হবে। আপনার ভাগ্যস্থানে সঞ্চরণ করছেন শুক্র। এই সময় আপনার ভাগ্যোদয় হতে পারে। কাজের সূত্রে এই সময় কোথাও যেতে পারেন। চাকরিতদের ব্যাপক উন্নতির রাস্তা খুলে যাবে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বাড়ির অনেকের সঙ্গে সময় কাটাতে পারবেন। সমাজে মান সম্মান বাড়বে। কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে অংশ নিতে পারবেন।
বৃষ
শুক্রগ্রহ আপনার গোচর কুণ্ডলীর লগ্নভাবে সঞ্চরণ করবেন। এই সময় আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা দেখা দেবে। অনেক উচ্চপদস্থ কারোর সঙ্গে আপনার ওঠা বসা হবে। যারফলে ভবিষ্যে পাবেন লাভ। এই সময় আপনার ভাগ্যে টাকা আসতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবন কাচবে সুখে। জীবনসঙ্গীর উন্নতিতে আপনি খুশি হবেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। ক্রিয়েটিভিটি বাড়বে। প্রেম জীবনও আগের থেকে ভালোর দিকে যাবে।
( Cooking Gas Price Hike: রান্নার গ্যাসের দাম একলাফে বাড়ল ৫০ টাকা, কলকাতায় দর কততে ঠেকল?)
( প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর দেহ খণ্ড করে ড্রামবন্দি-কাণ্ডে নয়া তথ্য! মিরাটের মুসকান কি গর্ভবতী?)
কর্কট
শুক্রদেব আপনার রাশিতে ইনকামভাবে গোচর করবেন। এরফলে এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি দেখা যাবে। নতুন নতুন মাধ্যম থেকে রোজগার করতে পারবেন টাকা। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। শুক্রের কৃপায় পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও সুসম্পর্ক ধরে রাখতে পারবেন। অনেক ধরনের ইচ্ছা পূরণ হবে। প্রমোশনের সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধির যোগ রয়েছে।
কবে রয়েছে শুক্রের গোচর?
জ্যোতিষ গণনা অনুসারে মে মাসে রয়েছে শুক্রের গোচর। যার ফলে সব রাশিতেই কম বেশি প্রভাব পড়তে পারে বলে জ্যোতিষ বিশেষজ্ঞদের মত।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)