জ্যোতিষশাস্ত্র মতে রাহুর গোচর বহু রাশির জীবনে নানান ধরনের প্রভাব পড়ে। চলতি বছর ২০২৫ সালে রয়েছে রাহুর গোচর। তারফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব পড়বে। কোনও কোনও রাশিতে রাহুর প্রভাবে সুসময় যেমন আসবে, তেমনই আবার কুপ্রভাবও পড়তে পারে। রাহুর দুই ধরনের দৃষ্টি হয়। একটি শুভ দৃষ্টি আরেকটি অশুভ দৃষ্টি। রাহুর অশুভ দৃষ্টিতে বহু রাশির জাতক জাতিকার জীবন ছাড়খার হতে পারে। আর শুভ দৃষ্টিতে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। চলতি বছরে কবে রয়েছে রাহুর গোচর? দেখে নিন কারা পাবেন এতে লাভ।
মেষ
রাহুর গোচরে মেষ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি হবে। পরিবার আর আপনার বন্ধুরা বা বড় ভাই বা কোনও আত্মীয় আপনাকে সাহায্য করতে পারেন কোনও কাজে। মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পাবেন। এই সময়ে বড় অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির কারণে বাড়ির পরিবেশ মনোরম থাকে।
( Blackbuck Death: এত নিরীহ! গুজরাটে জঙ্গল সাফারিতে ঢুকে কৃষ্ণসার হরিণ শিকার লেপার্ডের, ঘটনায় ‘শক’ পেয়ে ৭ হরিণের মৃত্যু)
বৃষ
রাহুর রাশি পরিবর্তনও বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল। এই সময়ে, বৃষ রাশির মানুষের জীবনে ইতিবাচকতা রয়েছে। এই কারণে এই রাশির জাতকরা সব ক্ষেত্রেই সফল হবেন। এটি আপনার জন্য খুব আনন্দের সময় হবে। পেশাদার ব্যক্তিরা তাদের সমস্ত কর্মজীবনে সফল হবেন। এতে আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবেন। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি কল্পনার চেয়ে বেশি উপার্জন করবেন।