হিন্দুশাস্ত্র অনুসারে একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বলা হচ্ছে, সমস্ত একাদশীর মধ্যে সবচেয়ে বেশি পূণ্যফলদায়ী একাদশী হল নির্জলা একাদশী। এই একাদশী পালনের সময় এক ফোঁটাও জল ছোঁয়া যায় না। সেই থেকেই এই একাদশীর নাম নির্জলা একাদশী। এই একাদশীর ফলে কিছু রাশি লাভের মুখ দেখবেন। কারা হবেন আগামি ৬ জুন, ২০২৫ এ নির্জলা একাদশীতে লাকি, তার হদিশ দিচ্ছে রাশিফল।
মেষ
এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি আপনার পক্ষে যাবে। কেরিয়ারের দিক থেকে আসবে প্রগতি। কেরিয়ারে প্রমোশন আর বেতন বৃদ্ধি পাবে। যদি আপনি ব্যবসা করেন, তাহলে নতুন কোনও সওদা হতে পারে। তার ফলে আপনার পকেটে আসবে মুনাফা। কোনও গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছা থাকলে, তা পূরণ হতে পারে। এই সময়কাল আপনার জীবনে নতুন দিশা আনবে। আনবে সাফল্য।
মিথুন
আর্থিক দিক থেকে আপনার লাভের অংশ বাড়তে থাকবে। এই সময় আপনার আমদানি হু হু করে বাড়বে। আপনার ব্যাঙ্ক ব্যাললেন্স আগের থেকে ভালো হতে থাকবে। সন্তানের দিক থেকে আপনি কোনও ভালো খবর শুনতে পারেন। সমাজে আপনার প্রতিষ্ঠা বাড়বে। বাড়বে মান সম্মান। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। এই সময় সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। সামাজিক সম্পর্কগুলো মজবুত করতে হলে এই সময় সেরা। ফলে এই সময় সম্পর্কের দিক থেকেও দিতে পারে স্বস্তি।
( ৪৮ ঘণ্টা পর থেকেই ভাগ্য ঘুরতে পারে মিথুন সহ বহু রাশির! শুক্র করবেন কৃপা, কী কী প্রাপ্তি?)
( জুনে দেবগুরুর আশীর্বাদে কপাল খুলবে ৩ রাশির! অস্তমিত হয়ে ২৭ দিন ধরে কৃপায় ভরাবেন কাদের?)
( ভুঁড়ির মেদ কমানোই ফোকাস? খাওয়ার পর কতক্ষণ হাঁটা উচিত! বলে দিচ্ছেন বিশেষজ্ঞ)
( পু্ত্র সন্তানের ৩০ টি ট্রেন্ডি নামের তালিকা রইল! বেছে নিন আপনার পছন্দেরটি)
সিংহ
কেরিয়ারে বড় একটি ধাপের উন্নতি দেখতে পাবেন। আপনি পাবেন নতুন দায়িত্ব। আগামী দিনে উন্নতির রাস্তা বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে টাকা আসতে থাকবে। যার ফলে আপনার পেশাগত জীবনে হু হু করে আসবে লাভ। সম্পত্তির সঙ্গে জড়িত বিবাদ এবার মিটমাটের পছে যাবে। আপনার কেরিয়ার আর ধন সম্পত্তি বৃদ্ধিতে এই সময়কাল লাভদায়ক।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)