ফাল্গুনের পূর্ণিমায় বাংলা জুড়ে দোলযাত্রার উৎসবে মেতে ওঠেন মানুষ। সকাল থেকে মঠ, ফুটকলাই দেবতাকে অর্পণ করে, তারপর বাড়ির গুরুজন থেকে শুরু করে সকলে মিলে তা খাওয়ার রীতি রয়েছে বাংলার দিকে দিকে। দোলপূর্ণিমা উপলক্ষ্যে বৃন্দাবন থেকে মায়াপুর সেজে ওঠে নিজের ছন্দে। উৎসবের সূচনা হয় পূর্বদিবস হোলিকা দহন বা নেড়াপোড়ার মাধ্যমে। এই রঙের উৎসব দোলযাত্রা ২০২৫ সালের পূর্ণিমা তিথি কখন থেকে পড়ছে, তা দেখে নেওয়া যাক, পঞ্জিকামতে।
দোল পূর্ণিমা ২০২৫ র তিথি:-
বিশুদ্ধ পঞ্জিকামতে ১৩ মার্চ, বৃহস্পতিবার থেকেই পড়ছে দোলপূর্ণিমার তিথি। ইংরেজি ১৩ মার্চ, ও বাংলার ২৯ ফাল্গুন সকাল ১০ টা ৩৭ মিনিটে পড়ছে দোল পূর্ণিমা। পূর্ণিমা তিথি শেষ হচ্ছেস ১৪ মার্চ, ২০২৫ সালে। বাংলা ক্যালেন্ডার মতে ৩০ ফাল্গুন, শুক্রবার পূর্ণিমা তিথি শেষ হচ্ছে। সেদিন বেলা ১২ টা ২৫ মিনিট নাগাদ শেষ হচ্ছে তিথি। এদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা বলছে, বৃহস্পতিবার, ১৩ মার্চ শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি। সেদিন এই পঞ্জিকা অনুসারে বাংলার ২৮ ফাল্গুন। আর তিথি শুরু হচ্ছে বেলা ১০টা ২২ মিনিট ২৩ সেকেন্ড থেকে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, বাংলার ক্যালেন্ডার মতে ২৯ ফাল্গুন। সেদিন ইংরেজি ক্যালেন্ডার মতে শুক্রবার ১৪ মার্চ। সেই দিনে বেলা ১১ টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হবে।
হোলিকা দহন সময়:-
হোলিকা দহনের সময়কাল হল ১৩ মার্চ। সেদিন রাত ১০.৩৭ মিনিটের পর এই হোলিকা দহন শুরু হবে। ১৩ ই মার্চ হোলিকা দহন বা হোলি পূজার শুভ সময় হল ১ ঘন্টা ৪ মিনিট। ভাদ্রের শেষের দিকে ওই রাতেই হোলিকা দহন হবে। হোলিকা দহনের শুভ সময় রাত ১১ টা ২৬ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত।