Do not make these mistakes on Ahoi Ashtami: অহোই অষ্টমীর ব্রতয় ভুলেও করবেন না এই ভুল, নাহলে পাবেন না ব্রতর পূর্ণ ফল
Updated: 23 Oct 2024, 05:13 PM ISTDo not make these mistakes on Ahoi Ashtami: প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষর অষ্টমী তিথিতে অহোই অষ্টমীর উপবাস পালন করা হয়। এইদিন মায়েরা তাদের সন্তানদের মঙ্গল সুখ এবং সুস্বাস্থ্যের জন্য নির্জলা উপবাস পালন করেন। এইদিন কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত। আসুন জেনে নিই এইদিন কী করা উচিত আর কী করা উচিত নয়।
পরবর্তী ফটো গ্যালারি