জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন কর্মফলদাতা। আর এই শনিদেবের কৃপায় বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে উন্নতির রেখা স্পষ্ট হয়। আবার শনিদেবের কোপদৃষ্টি পড়লে, বহু রাশির জাতক জাতিকারা লড়াইয়ের রাস্তা লম্বা হয়। এই মুহূর্তে কুম্ভ রাশিতে অস্ত গিয়েছেন শনিদেব। আর খুব শিগগিরই তিনি মীন রাশিতে উদিত হতে চলেছেন। তারফলে বহু রাশিতে লাভের মুখ দেখতে চলেছেন তিনি। দেখা যাক, শনি উদয়ের ফলে কোন কোন রাশিতে লাভ আসতে চলেছে। জানা যাক, কবে উদিত হবেন শনিদেব?
কর্কট
আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়তে থাকবে। শনির উদিত অবস্থার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন। এই সময় জাতক জাতিকারা সব ক্ষেত্রে অপার সাফল্য মিলতে পারে। পড়ুয়াদের এই সময়কাল ভালোর দিকে যাবে। উচ্চ শিক্ষা সম্পন্ন করার সপ্ন পুরো হতে পারে। জীবনে আসবে সুখ শান্তি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। পার্টনারের সঙ্গে ভালো সহযোগিতামূলক কাজ হবে। সব সাহায্য পাবেন পার্টনারের কাছ থেকে। দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিতে কাটবে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। আপনার অন্দরে আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। ধন সম্পত্তির বৃদ্ধি হতে পারে।
কন্যা
যে কাজ বহু দিন ধরে সম্পন্ন হয়নি, সেই কাজ এবার সম্পন্ন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। কেরিয়ারের দিক থেকে বিভিন্ন দিক থেকে লাভ হবে। ব্য়বসায় কোনও বিরোধ থাকলে তা মিটতে পারে। পেশাগত জীবনে আপনার মান সম্মানে বৃদ্ধি হতে পারে। আত্মবিশ্বাসে তুঙ্গে থাকবেন এই রাশির জাতক জাতিকা পড়ুয়ারা। আপনি পড়াশোনার দিক থেকে উন্নতিতে তুঙ্গে থাকবেন।
ধনু
শনি এই রাশিতে চতুর্থভাবে উদিত হবেন। আর্থিক পরিস্থিতি এই সময় আগের থেকে ভালোর দিকে যাবে। বহু ক্ষেত্রে আপনি সাাফল্যের রাস্তা দেখতে পাবেন। টাকাকড়ির অবস্থা আগের থেকে ভালোর দিকে যাবে। পরিবারের কোনও ব্যবসা থেকে ভালো লাভ পাবেন। কেরিয়ার ঘিরে পরিশ্রমের ফল পাবেন।
কবে রয়েছে শনির উদয়?
অস্ত অবস্থায় কিছু দিনের মধ্যেই শনি মীনে প্রবেশ করবেন। আর এরপর ৬ এপ্রিল শনিদেব মীন রাশিতে উদিত হবেন। তার ফলে বাংলা নববর্ষের আগে ভাগ্য ফিরবে বহু রাশির।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)